Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পদুমশহর ইউনিয়ন পরিষদ

১নং পদুমশহর ইউনিয়ন পরিষদ ১।

 ১নং পদুমশহর ইউনিয়ন পরিষদ।

২। আয়তন : ২৩ বর্গ কি:মি: (৫৬৬০.৪৫ একর)

৩। লোক সংখ্য : ৪০৮৩৯জন, পুরুষ: ২১১৬৩জন, নারী: ১৯৬৭৬ জন।

৪। গ্রামের সংখ্যা : ৩টি। ক) চকদাতেয়া, খ) টেপা পদুমশহর, গ) ডিমলা পদুমশহর

৫। মৌজার সংখ্যা : ৩টি ক) চকদাতেয়া, খ) টেপা পদুমশহর, গ) ডিমলা পদুমশহর ।

৬। হাট বাজার : বাজার-৮টি, স্কুল বাজার, নয়াবন্দর রেলগেট, সিংরিয়া বাজার, উত্তম বাজার, নয়াবন্দর বাজার, চকদাতেয়া বাজার, বাবুর বাজার

৭। যোগাযোগ ব্যবস্থা : রিস্কা, ভেন, সি,এন,জি।

৮। শিক্ষার হার : 65%

৯। সরকারী প্রাথমিক বিদ্যালয় : ২২টি।

১০। বে:স: রেজি: প্রাথমিক বিদ্যালয় ০০: টি।

১১। উচ্চ বিদ্যালয় : ৪টি  পদুমশহর উচচ বিদ্যালয়, নয়া বন্দর উচ্চ বিদ্যালয়, ডিপি শহর উচ্চ বিদ্যালয়, চকদাতেয়া উচ্চ বিদ্যালয়।

১২। মাদরাসা (দাখিল) : ০৬টি। ১৩। মাদরাসা (হাফেজীয়া) : ০৬টি।  ১৪। ধর্মীয় স্থান : নাই।  ১৫। ঐতিহাসিক স্থান : সন্ন্যাসদহ, শিমুল গাছ।

১৬। ইউ.ইপি ভবন নিমার্ন (নতুন) : ২০১৩ইং।

১৭। নবগঠিত পরিষদের বিবরণ : (ক) শপথের তারিখ: ০৫-০২-২-২২ ইং। (খ) ১ম সভার তারিখ: ০৯-০২-২০২২ইং। (গ) মেয়াদ উত্তীনের তারিখ: ০৯-০২-২০২৭ ইং

 ১৮। গ্রাম সমূহের নাম : (ক) চকদাতেয়া, (খ) টেপা পদুমশহর, (গ) ডিমলা পদুমশহর।

১৯। জনবল : (ক) চেয়ারম্যান-০১জন,     বীর মুক্তিযোদ্ধা   মোঃ মফিজুল হক 

(খ) সংরক্ষিত মহিলা সদস্যা- ০৩জন    মোছাঃ মৌসুমী বেগম,          মোছাঃ আলেয়া বেগম,           মোছাঃ জাফরিন বেগম

  (গ) পুরুষ সদস্য-০৯জন।     মোঃ রুস্তম আলী ব্যাপারী        মোঃ মোস্তাফিজুর রহমান        মোঃ হিরু সরকার     মোঃ জামরুল ইসলাম ডালেচ মিয়া    মোঃ রফিকুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম দুদু           

                                         মোঃ শাহিনুল ইসলাম শাহিনুর     মোঃ মশিউর রহমান রাজা     মোঃ জাকিরুল ইসলাম  

(ঘ) সচিব-০১জন।     আবুল হারেছ মোঃ শরিফুল ইসলাম 

 

(ঙ) গ্রাম পুলিশ-১০ জন।  মোঃ রবিয়াল হোসেন, শ্রী মতিলাল রবিদাস, শ্রী হিরালাল- ০১, শ্রী হিরালাল রবিদাস ০২, শ্রী রাজকুমার রবিদাস- ০১ ,

শ্রী অমল চন্দ্র রবিদাস, শ্রী রনজিত রবিদাস,  শ্রী রাজকুমার  রবিদাস -০২ , শ্রী অকিল চন্দ্র রবিদাস,মোছাঃ শাহানাজ বেগম

 

ঞ) হিসাব সহকারী কামকম্পিউটা অপারেটর ০১ জন, মোঃ সুমন মিয়া

চ) উদ্দ্যোক্তা ০২ জন 

০১।    গোপাল চন্দ্র রবিদাস      (পুরুষ)   ০২।       শাপলা রানী    (মহিলা)

 

২০। পাড়া/ মহল্লা : ৯৬টি।   ২১। খানার সংখ্যা : ৯৭১৩ জন। ২২। কৃষি খামার : ৪১৫০ একর।  ২৩। মসজিদ : ৭১টি। ২৪। মন্দির : ০৯টি।  ২৫। ঈদগাহ মাঠ : ০৮টি। ২৬। ল্যাটিন : ৯৭১৩টি। ২৭। নলকূপ : ৭০০০টি।  ২৮। ব্যাংক : ১টি,  নয়া বন্দর কৃষি ব্যাংক।

 

২৯। স্বাস্থ্য কেন্দ্র ০৮ টি। ৩০। ভূমি অফিস : ১টি।  ৩১। কৃষি অফিস : ১টি।  ৩২। শ্মাশান ঘাট : ৬টি।  ৩৩। মাজার শরিফ : ১টি। ৩৪।  নদী (আত্রাই/ আলাই) : ১টি।  ৩৫। পাকা রাস্তা ১৮০০ কি মি: ৩৬। কাচা রাস্তা : ১৪০০ কি মি:  ৩৭। কেজিস্কুল : ১০টা।  ৩৮। সার ডিলার : ২জন।    ৩৯। মাতৃত্বকালী ভাতা ৪১৬ জন।    ৪০। মুক্তিযোদ্ধা  ৪৭ জন।  ৪১।  প্রতিবন্ধী ৪১৭ জন।  ৪২। বয়স্ক ভাতাঃ- ১১৫৬ জন।  ৪৩।  বিধবা ভাতাঃ- ৭৭০ জন। ৪৪।  গভীর নলকুপ ২ টি,  ৪৫। পানি সেচ ২০০০ টি, ৪৬। পুকুর ৯৫ টি।  ৪৭। খাদ্য বান্ধব কার্ড ১৩৫২ টি। ৪৮। টিসিবির কার্ড ২১৩০ টি, ৪৯। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উপকার ভাগী ২৪৪ জন। ৫০। ভিজিডি উপকারে ভোগী ২৪৫ জন।